ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কসবা থানার ওসি মহিউদ্দিন প্রত্যাহার

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০৪ এপ্রিল ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার দুপুর ১২টা দিকে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন ওসিকে প্রত্যাহারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

প্রত্যাহারের কারণ প্রশাসনিক বলে বলা হলেও তাকে মাদক সংশ্লিষ্ট ঘটনায় প্রত্যাহার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এর আগে গত ৬ মার্চ কসবা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শ্যামল মজুমদার ও মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কসবা উপজেলার টি.আলী মোড় থেকে দুটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।

তবে তারা মাত্র ৪০ কজি গাঁজা থানায় জমা দিয়ে বাকি গাঁজা থানার পাশের একটি ঝোপে লুকিয়ে রাখেন। পরে ওইদিন রাতেই জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই ঝোপ থেকে গাঁজা উদ্ধার করে।

কিন্তু কী পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছিল সেটি সাংবাদিকদের জানানো হয়নি। এ ঘটনায় ৭ মার্চ সকালে এসআই শ্যামল ও এসআই মনিরসহ কসবা থানা পুলিশের ছয় সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

একইসঙ্গে মাদকের তথ্য গোপনের ঘটনা তদন্তে দায়িত্ব দেয়া হয় অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেনকে। ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ওসি মহিউদ্দিনকে প্রত্যাহার করা হয়ে থাকতে পারে বলে সূত্র জানায়।

আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি

আরও পড়ুন