বজ্রপাতে খেজুর গাছে আগুন (ভিডিও)
বরিশাল শহরের আমানতগঞ্জ এলাকায় ঝড়ো হাওয়ার মধ্যে আকস্মিক বজ্রপাতে একটি খেজুর গাছে আগুন ধরে যায়। এতে ওই খেজুর গাছটি পুড়ে যায়।
বুধবার বিকেল ৫টার দিকে শহরের উত্তর আমানতগঞ্জ সিকদার পাড়া এলাকার শেখ বাড়ির সম্মুখে খেজুর গাছটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।
এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে তারা এদিক-সেদিক ছোটাছুটি করতে শুরু করে। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী খেজুর গাছটির উপরিভাগ পুড়ে যাওয়ার দৃশ্য মোবাইলে ভিডিও করেন। ভিডিওতে দেখা যাচ্ছে গাছটির মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে।
স্থানীয়রা জানায়, হঠাৎ ওই খেজুর গাছটিতে বজ্রপাতে আগুন ধরে যায়। শেষ পর্যন্ত সম্পূর্ণ পুড়ে যায় গাছটি। এতে কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ