ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০৫ এপ্রিল ২০১৮

মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মিন্টু ওরফে কালা মিন্টু নামে এক মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের কাছে তার কার্যালয়ে আত্মসমর্পণ করেন তিনি। মিন্টু জেলার আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামের আবুল কাশেমের ছেলে। তার বিরুদ্ধে আখাউড়াসহ বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত ১০টি মামলা রয়েছে।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা চাই মাদকমুক্ত সমাজ ও দেশ। এজন্য যারা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিয়েছি আমরা। তবে যারা এ সুযোগ কাজে না লাগিয়ে এখনও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে নতুন করে আর আত্মসমর্পণের সুযোগ দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে এবং চলবে।

এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন, বিশেষ শাখার ডিআইও-১ মো. ইমতিয়াজ আহম্মেদ ও আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/এএম/পিআর

আরও পড়ুন