ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রকাশিত: ১০:৪২ এএম, ২৭ জুলাই ২০১৫

শেরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। সদর উপজেলার বলাইয়েরচর দক্ষিণপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে। নিহত ফরহাদ আলী ওরফে ফুয়াদ (৫৫) ওই গ্রামের বিন্দু মিয়ার ছেলে। সোমবার দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বলাইয়ের চর ইউনিয়নের দক্ষিপাড়া গ্রামের বিন্দু শেখের সন্তানদের মধ্যে পারিবারিক জমিজমা নিয়ে বেশ কিছুদিন যাবৎ বিরোধ চলে আসছিল। গত রোববার বিকেল ৫টার দিকে জমি সংক্রান্ত ওই বিরোধের জের ধরে নিজেদের বসতবাড়িতে ঝগড়ার একপর্যায়ে ছোট ভাই বেলাল হোসেন ধারালো দা দিয়ে বড় ভাই ফরহাদ আলী ওরফে ফুয়াদের মাথায় কোপ দেন। এতে ফুয়াদের মাথার ডান দিকের কানের পাশে আঘাত লাগলে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি ঘটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। রাতেই নিহতের স্বজনরা মরদেহ নিয়ে শেরপুর সদর থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জাগো নিউজকে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঝগড়ার একপর্যায়ে ছোট ভাইয়ের দা`র আগাতে বড় ভাই খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ছানোয়ারা বেগম ওরফে শিল্পী বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ আরো ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।

হাকিম বাবুল/এমজেড/পিআর