ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগ

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০৮ এপ্রিল ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায় হৃদয় মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে আট বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার ঘাটুরা এলাকায় এ ঘটনা ঘটে। পাশবিকতার শিকার শিশুটিকে মুমূর্ষু অবস্থায় রোববার দুপুরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ঘাটুরা এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে।

শিশুটির মা জাগো নিউজকে বলেন, আমার স্বামী মানসিক ভারসাম্যহীন। ছেলে-মেয়ে নিয়ে ঘাটুরা এলাকায় ভাড়া বাসায় থাকি। শনিবার বেলা ১১টার দিকে আমার ছেলে স্কুলে যাওয়ার পথে একই এলাকার বাসিন্দা হৃদয় মিয়া প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে ডেকে নিয়ে বলাৎকার করে। পরে বাড়িতে এসে আমার ছেলে কান্নাকাটি করে সবকিছু খুলে বলে।

তবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বলাৎকারের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন জেলা সদর হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক।

ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম

আরও পড়ুন