ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে গৃববধূর আত্মহত্যা
ফাইল ছবি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাংক ও এনজিওর ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে কাঞ্চন বেগম (৫০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাটিয়েছে পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কাঞ্চন বেগম উপজেলার উধুনিয়া ইউনিয়নের গায়েশ্বের গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় উধুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শ্রী শ্রী গুপেন্দ্রনাথ ভৌমিক জানান, চার সন্তানের জননী গৃহবধূ কাঞ্চন বেগম উল্লাপাড়ার ব্র্যাক ব্যাংকসহ, এনজিও ও স্থানীয় সমিতি থেকে প্রায় ছয় লাখ টাকা ঋণ নেন। এ টাকা দিয়ে তিনি বাড়ি-ঘর নির্মাণ করেন ও তার বড় মেয়েকে বিয়ে দেন। সেই ঋণের বিপরীতে তাকে প্রতি মাসে ২০ হাজার টাকার ঋণ পরিশোধ করতে হয়। সংসারে অভাব অনটন থাকায় টাকা পরিশোধ করতে গিয়ে চাপে পড়ে যান তিনি। ঋণের চাপ সহ্য না করতে পেরে রোববার রাতের কোনো এক সময়ে তিনি বিষপান করে আত্মহত্যা করেন। খবর পেয়ে সোমবার দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল পাঠায়।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের