ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙ্গামাটিতে যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ১২:০৭ পিএম, ১০ এপ্রিল ২০১৮

রাঙ্গামাটি জেলা যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার রাঙ্গামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অপু উকিল।

জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক রোকেয়া আক্তারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি নার্গিস মাহতাব, দফতর সম্পাদক দীনা চৌধুরী ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মো. কাজল প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক লেখিকা চাকমা।

সম্মেলনে অপু উকিল বলেন, বিএনপি-জামায়াত জোটের ইন্ধনে কেউ কেউ পাহাড়ে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। তাদেরকে প্রতিহত করতে হবে। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় আওয়ামী লীগ শান্তিচুক্তি করেছে। আওয়ামী লীগই এ চুক্তির পূর্ণ বাস্তবায়ন করবে।

দীপঙ্কর তালুকদার বলেন, পাহাড়ে জাতীয় রাজনীতি করা যায় না। কারণ এতে আঞ্চলিক দলগুলো বাধা হয়ে দাঁড়ায়। আঞ্চলিক দলগুলোর হাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যা ও মারধরের শিকার হচ্ছেন। তিনি পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান।

আরএআর/পিআর

আরও পড়ুন