ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

২৫ চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ১০ এপ্রিল ২০১৮

সাতক্ষীরায় ২৫ চোরাই মোটরসাইকেলসহ দুই জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- শহরের রাধানগর এলাকার মৃত দাউদ সরদারের ছেলে মকবুল হোসেন (৫০) ও পলাশপোল এলাকার ওয়াজেদ আলীর ছেলে খালিদ হোসেন (৩২)।

ডিবি পুলিশের উপ পরিদর্শক মো. শাহারিয়ার হাসানের নেতৃত্বে সোমবার রাত সাড়ে ৩টার দিকে শহরের রাধানগর এলাকায় একটি বাড়িতে থেকে মোটরসাইকেলসহ দুই জনকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. শাহারিয়ার হাসান বলেন, গোপন সংবাদে ভিত্তিতে রাধানগর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৫টি চোরাই মোটরসাইকেল, বিআরটিএ’র ফরম ও রশিদ বের করার জন্য একটি কম্পিউটার, প্রিন্টার, অবৈধ টেম্পারিং মেশিন ও পার্চিং মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ওই দুই জনকে গ্রেফতার করা হয়।

এদিকে গ্রেফতারকৃত মকবুল হোসেনের বিরুদ্ধে ২০১৪ সালে একটি চুরির মামলা হয়েছে।

আকরামুল ইসলাম/আরএ/পিআর

আরও পড়ুন