ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভিড় বেড়েছে পাহাড়ি দোকানে

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ১০:১৫ এএম, ১১ এপ্রিল ২০১৮

সাংগ্রাই উৎসব উপলক্ষে ব্যস্ত সময় কাটাচ্ছেন বান্দরবানে বার্মিজ মার্কেটের দোকানিরা। পোশাকের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। সকাল থেকে রাত অবধি চলছে এই কেনাকাটা।

বান্দরবানের শৈ অ্যান্ড ওয়া বার্মিজ সেন্টার, সাইং সাইং বার্মিজ সেন্টার, হ্লা হ্লা বার্মিজ মার্কেটের ছোট ছোট দোকানগুলোতে এতিহ্যবাহী পোশাক দিয়ে সাজিয়ে রেখেছে দোকানিরা। বিভিন্ন বয়সী তরুণ-তরুণীরা তার পছন্দসই পোশাক কেনার জন্য ভিড় করছেন আদিবাসী অধ্যুষিত দোকানগুলোতে।

সকালে দোকানগুলোতে ভিড় কম দেখা গেলেও বিকেল থেকে দোকানগুলোতে ভিড় বাড়তে থাকে। বার্মিজ দোকান থেকে কেউ কিনছেন থামি, কেউবা হাতের ব্যাগ কিংবা কেউ নিচ্ছেন ঐতিহ্যবাহী পরিধেয় বস্ত্র।

শৈ অ্যান্ড ওয়া বার্মিজ সেন্টারের বিক্রেতা জুলিয়ান বম জানান, সাংগ্রাই উপলক্ষে থামি, স্কার্ট, টপস, শার্ট আগে থেকেই বিক্রির জন্য সংগ্রহ করে রেখেছি। বেশ কয়েকদিন ধরে এগুলো বিক্রি হচ্ছে বেশি।

Bandarban-Pic-s

হ্লা হ্লা শপিং সেন্টারের বিক্রেতা হ্লা মেনু জানান, মেয়েদের থ্রি-পিস বিক্রি হচ্ছে বেশি। সন্ধ্যা হলেই দোকানে ভিড় বেড়ে যায় ।

স্কুল শিক্ষার্থী সাথোয়াই মার্মা বার্মিজ মার্কেটে তার পছন্দসই জিনিসটি কিনতে এসেছে বাবার সঙ্গে। তিনি জানান, একে অপরকে পানি মারার যন্ত্রটি কিনতে এসেছি। ১৫ তারিখ সবাইকে পানি মারার জন্য যন্ত্রটি কিনে নিয়ে যাব।

আরেক ক্রেতা চিংচিং প্রু। তিনিও এসেছেন ছোট-ভাই বোনদের জন্য পোশাক কিনতে। তিনি জানান, সাংগ্রাই আমাদের জন্য বড় উৎসব। পুরাতনকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেব। তাই নতুন বছরে নতুন পোশাক পরব এই আশায় দোকানে এসেছি।

সৈকত দাশ/এফএ/জেআইএম

আরও পড়ুন