মুন্সীগঞ্জে কোটা সংস্কারের দাবিতে মানববন্ধনে পুলিশি বাধা
ফাইল ছবি
কোটা সংস্কারের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন করতে চাইলে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে সরকারি হরগঙ্গা কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করুতে চাইলা বাঁধার মুখে পরে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হলে বৃহস্পতিবার বেলা ১১টায় পুনরায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করবে।
এবিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম জানান, সকালে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন করতে দেওয়া হয়নি এটা ঠিক না। শিক্ষার্থীরা অল্পসময়ের জন্য তাদের আন্দোলন পরিচালনা করে। যানবাহন চলাচলে যাতে বিঘ্নিত না হয় সে জন্য শিক্ষার্থীদের সরিয়ে নওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা তাদের পোগ্রামের বিষয়ে পূর্বে প্রশাসনে অবহিত করেনি।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ