ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সেনা সদস্যের

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১১ এপ্রিল ২০১৮

কিশোরগঞ্জের তাড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভীর আহম্মেদ (২৩) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের সুরঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তানভীর আহম্মেদ সুরঙ্গল গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী মিজানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তানভীর আহম্মেদ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে তিনি ছুটিতে বাড়ি আসেন। বুধবার সকালে বাড়িতে গাছের ডাল কাটার সময় একটি ডাল বৈদ্যুতিক তারে আটকে যায়। এ সময় ডালটি সরাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নূর মোহাম্মদ/আরএআর/এমএস

আরও পড়ুন