ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশ্বরদীতে দুই বাংলার কবিদের মিলনমেলা সম্পন্ন

ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ১০:২২ এএম, ১৮ এপ্রিল ২০১৮

পুরস্কার বিতরণ এবং প্রবীন ও গুণিজন সংবর্ধনার মধ্য দিয়ে ঈশ্বরদীর চরনিকেতনে চার দিনব্যাপী দুই বাংলার সাহিত্য সম্মেলন শেষ হয়েছে। ১৪ থেকে ১৭ই এপ্রিল বর্ণাঢ্য এই বৈশাখী আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ভারতের ২৫ জন কবি-সাহিত্যিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ৩৮ জনকে সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বাংলা সাহিত্য সম্মেলন চরনিকেতন কাব্য মঞ্চের সভাপতি আকতারুজ্জামান আকতারের সভপতিত্বে ও সাকার উপ-পরিচালক মাহজারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ও সাহিত্যিক আলী ঈমাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, ভাষাসৈনিক আনোয়ারুল হক, লেখক আনোয়ার হোসেন জাহিদী, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন, সাংস্কৃতিক সংগঠক নরেশ মধু, ভারতের কবি দীপক লাহিড়ী, তাপস রায়, চিত্রা লাহেড়ী, দেবারতী ভট্টচার্য, বাচিক শিল্পী শম্পা দাস, গার্পী সেনগুপ্ত , মৈথলী, সাংবাদিক পিয়ালী দাস, মানসী কীর্তনীয়া কবি ও গবেষক মজিদ মাহমুদ ও বাঁশেরবাদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম প্রমুখ।

এরআগে সোমবার দুই বাংলার কবিদের মিলনমেলায় বাংলাদেশের অর্ধশত কবি এবং ভারতের ২৫ জন কবি-সাহিত্যিকদের কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঠি খেলার আয়োজন ছিল উপভোগ করার মতো।

এছাড়াও প্রথমদিন পহেলা বৈশাখে চরগড়গড়ি গ্রামে চরনিকেতনের কাব্যমঞ্চে তিন দিনব্যাপী বৈশাখী উৎসব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শোভাযাত্রা এবং পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বাংলা একাডেমীর পুরস্কারপ্রাপ্ত কবি নুরুল হুদা।

প্রকৃতি আর সবুজের সমারোহপূর্ণ অজোপাড়াগাঁয়ের নিভৃত পল্লীতে এসে ওপার-এপার বাংলার কবি সাহিত্যিকরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মানুষের জীবন পেন্সিল দিয়ে আকাঁর মতো। আগে মনে হতো রাবার দিয়ে মুছে ফেলা যায়, আজ মনে হচ্ছে মানুষের জীবনটা আসলেই পেন্সিল দিয়ে ছবি আঁকার মতো। শূন্য দিয়ে শূন্যে ফেরার মতো। জীবন হোক মৃত্যু বৃত্ত দিয়ে ঘেরা, এই বৃত্তের মাঝে কোনোকিছু আর জীবনে আসতে পারবে না।

আলাউদ্দিন আহমেদ/এফএ/পিআর

আরও পড়ুন