বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের
কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই মাসুদ (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার মানিকখালী ইউনিয়নের কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ ওই গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা হাজী নূরুজ্জামানের ছেলে। ঘটনার পর বড় ভাই বিপ্লব পালিয়ে যান।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাসুদের সঙ্গে তার বড় ভাই বিপ্লবের পারিবারিক বিরোধ ছিল। এ ঘটনার জের ধরে শুক্রবার বিকেলে বাড়িতে তার সঙ্গে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে বিপ্লব তার ছোট ভাই মাসুদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগে কর্মরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
নূর মোহাম্মদ/আরএআর/পিআর