ফুলপুরে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
ফাইল ছবি
ময়মনসিংহের ফুলপুরে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি পুলিশের।
শুক্রবার মধ্যরাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এস এ নেওয়াজি বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, গত ২৪ মার্চ ফুলপুরে অটোচালক জহিরুল হককে হত্যা করে একদল ডাকাত তার সিএনজি চালিত অটোরিকশাটি নিয়ে যায়। ওই মামলার আসামি যশোর জেলার শাওনকে গ্রেফতার করা হয়। শাওন আদালতে স্বীকারোক্তি দেয়ায় জেলা গোয়েন্দা পুলিশ গতরাতে ফুলপুরের সাহাপুরে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে শাওনের সহযোগীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলেই ডাকাত দলের অজ্ঞাত পরিচয়ের এক সদস্য নিহত হয়।
এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না