৭৫ পরীক্ষার্থীর মধ্যে ৭১ জন ফেল
ঠাকুরগাঁওয়ে ৭৫ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ফেল করেছে ৭১ জন। এ আলোচিত শিক্ষাপ্রতিষ্ঠানটি হলো ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
শনিবার ওই প্রতিষ্ঠানের কয়েকজন ছাত্র ঠাকুরগাঁও প্রেস ক্লাবে এসে বিষয়টি জানায়। জানাজানির পর এ ঘটনা টক অব দ্যা টাউনে পরিণত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্ররা জানায়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গত বছর নভেম্বরে এই শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির কম্পিউটার ট্রেডে চলতি শিক্ষাবর্ষে ৭৫ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এ বছর ফেব্রুয়ারিতে ফল প্রকাশ হয়। এর মধ্যে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ জনের মধ্যে চারজন পাস করে।
কম্পিউটার ট্রেডের এক শিক্ষার্থীর অভিভাবক এ ফলাফলে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এই হলো মফস্বলের শিক্ষার চিত্র। প্রাইভেট না পড়ালে শিক্ষকরা নম্বর কম দেয়। এতে ফেল করে শিক্ষার্থীরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষের নভেম্বরে ওই প্রতিষ্ঠানের ৮০ জন ছাত্রছাত্রী কম্পিউটার ট্রেডে পরীক্ষায় অংশ নেবে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদ বলেন, ফলাফল চ্যালেঞ্জ করে শিক্ষার্থীরা বোর্ডে আবেদন করেছে। যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে।
এএম/আরআইপি