ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ২২ এপ্রিল ২০১৮

 

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় চোরাই পাঁচটি মোটরসাইকেল উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

রোববার সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। বিকেল সাড়ে ৪টায় জেলা গোয়েন্দা শাখা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কদমবাড়ী গ্রামে শফিকুল ইসলামের ছেলে নাসিরুল ইসলাম (২৮), কানইল ডাঙ্গাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হক (২৩), বরকুড়ি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে বাদশা (৩২), সরদার পাড়া গ্রামের তমিজ উদ্দিন মাস্টারের ছেলে মাসুদ রানা (৩৬) ও মিরাপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে আতাউর রহমান (৩০)।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুর রফিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোরাচালান সদস্যরা উপজেলার বাবু বাজারে অবস্থান করছে। এ সময় ডিবি পুলিশের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে বাবু বাজারে নাসির অটোজ থেকে একটি মোটরসাইকেল উদ্ধারসহ নাসিরুল ইসলামকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর চার আসামিসহ চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে এসআই নজরুল ইসলাম বাদী হয়ে নিয়ামতপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।

আব্বাস আলী/এএম/আরআইপি

আরও পড়ুন