ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরবে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৪ জনের মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২৪ এপ্রিল ২০১৮

ভৈরবে গাজীরটেক এলাকায় ট্রাকের সঙ্গে ইঞ্জিনচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় মাসুদ রানা (৩০) নামে আরও একজন গুরুতর আহত হন। ঘটনার পর পরই ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

দুর্ঘটনায় নিহতরা হলেন, অটোরিকশার চালক সানাউল্লাহ (৪০), যাত্রী সজীব (২৫), মাসুদ মিয়া (২৮) ও মনোয়ার (২৮)। নিহতদের মধ্য মনোয়ারের বাড়ি ভৈরব উপজেলার সাদেকপুর গ্রামে। অপর তিন জনের বাড়ি বাজিতপুর উপজেলার কল্যাণপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটি বেপোরোয়াভাবে চালানোর কারণেই এ দুর্ঘটনাটি ঘটেছে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কায়সার জানান, উপজেলার গাজীরটেক এলাকায় কিশোরগঞ্জগামী ট্রাকের সঙ্গে বাজিতপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক মারা যান। স্থানীয়রা গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলেন।

পরে ঢাকা নেয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আসাদুজ্জামান ফারুক/আরএ/এমএএস/আরআইপি

আরও পড়ুন