ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিজ ঘরের খাটের নিচে শিশুর হাত-পা বাঁধা মরদেহ

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৯:০৭ এএম, ২৫ এপ্রিল ২০১৮

পটুয়াখালী সদর উপজেলার পূর্বজৈনকাঠীতে মারুফা আক্তার (৮) নামে এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ঢোলখালী স্লুইচ গেট এলাকায় তার নিজ ঘরের খাটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে মৃত মোকলেছ তালুকদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মারুফার মা মাকসুদা বেগম তাকে ঘরে রেখে খেতে ডাল তুলতে যান। দুপুরে বাড়ি ফিরে খাটের নিচে সন্তানের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

মাকসুদা বেগম বলেন, আমার সঙ্গে এই এলাকার কারো কোনো শত্রুতা নেই। তবুও আমার মেয়েটাকে কেন এভাবে হত্যা করা হলো। আমি এই হত্যার বিচার চাই।

অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, ঘটনাস্থল পরির্দশন করেছি। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে ও কারা এই অপরাধের সঙ্গে জড়িত সে ব্যাপারে অনুসন্ধান চলছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর

আরও পড়ুন