ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরিঞ্জ দিয়ে সন্তানের শরীরে বিষ ঢুকিয়ে দিলো বাবা

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৫:১১ পিএম, ২৬ এপ্রিল ২০১৮

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে সন্তানের শরীরে বিষ ঢুকিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় সৎ বাবা লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। বিকেলে এলাকাবাসী সৎ বাবা লিটন আহমেদকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের এক সন্তানের জননী দুলালীর সঙ্গে দুই মাস আগে বিয়ে হয় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডি সর্দারপাড়া গ্রামের লিটনের।

দুলালীর আরাফাত নামে দুই বছর বয়সের একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে বসবাস করছিল লিটন। দুলালী ইপিজেডে একটি কোম্পানিতে কাজ করেন। লিটন পেশায় রাজমিস্ত্রি।

মঙ্গলবার সকালে দুলালী ইপিজেডে কাজে চলে যান। এ সময় সৎ বাবা লিটন শিশু আরাফাতকে বাসার পেছনে পুকুর পাড়ে নিয়ে সন্তানের শরীরে ইনজেকশনের সিরিঞ্জের সাহায্যে বিষ ঢুকিয়ে দেয়।

এ সময় শিশুটির কান্না শুনে তার নানি আশেদা ছুটে এসে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, সৎ বাবা লিটন বিষ প্রয়োগের কথা স্বীকার করেছে। বাড়ির পাশে পুকুর পাড়ে সে ওই ঘটনাটি ঘটায়। গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জাহেদুল ইসলাম/এএম/পিআর

আরও পড়ুন