একসঙ্গে প্রচারণায় জাহাঙ্গীর-আজমত
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন গত নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান।
বৃহস্পতিবার জাহাঙ্গীর আলমের সঙ্গে সিটি কর্পোরেশনের তিনটি ওয়ার্ডে প্রচার চালান তিনি। এই নির্বাচনে দলের মনোনয়ন চেয়েছিলেন আজমত উল্লা খান। কিন্তু দল মনোনয়ন দেয় জাহাঙ্গীর আলমকে।
বিকেলে একই স্থানে থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন তারা। এতে নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্য ফিরে আসে। দুই নেতাকে একসঙ্গে প্রচারণার ময়দানে দেখতে পেয়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বিকেল সাড়ে ৩টার সময় গাসিক ৩৮নং ওয়ার্ডের কুনিয়া বড়বাড়ি এলাকার জয়বাংলা সড়ক এলাকা থেকে প্রচারণার শুরু হয় জাহাঙ্গীর আলমের নৌকা প্রতীকের।
বড়বাড়ি এলাকায় এক পথসভায় বক্তৃতাকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সব নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে প্রচারণা চালাচ্ছি। আমাদের এই বিশাল মিছিলই বলে দেয় আগামী ১৫ মে জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিত।
তিনি আরও বলেন, নৌকা তথা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে বিজয়ী করতে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি আছি।
এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, মহিউদ্দিন মহিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
দক্ষিণ খাইলকুর বাহার মার্কেটের সামনে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় আজমত উল্লা খান ও জাহাঙ্গীর আলম এই দুই নেতাকে কাছে পেয়ে জনসাধারণের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়। পরে ওই দুই নেতা গাসিক ৩২ এবং ৩৩ নং ওয়ার্ডে একযোগে প্রচারণা চালান।
এদিকে, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ২০ দলীয় জোটের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাসান উদ্দিন সরকার সকালে জামায়াতে ইসলামী ও জাগপার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
পরে মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর বিল মোলার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন।
বিকেল ৩টা থেকে টঙ্গীর মোক্তারবাড়ি রোড, দেওড়া বাবর আলীর ধানের খোলা, মুদাফা পূর্বপাড়া, ভাদাম, তিলারগাতি, গুটিয়া মেডিকেল মার্কেট, খৈরতুন মুনসুর আলী মাদবর স্কুল, সাতাইশ চৌরাস্তা, গাজীপুরা প্রাইমারী স্কুল, বাইগার টেক সিকদার মার্কেট ও খাঁ পাড়া আল-হেলাল স্কুল সংলগ্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি।
মো. আমিনুল ইসলাম/এএম/পিআর