ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় পৃথক ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৮:০৮ পিএম, ২৬ এপ্রিল ২০১৮

নওগাঁয় পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জেলার রানীনগর ও পত্নীতলা উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারীর ডোমার উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে শ্রমিক মঞ্জু হোসেন (৫৫) ও পত্নীতলা উপজেলার নন্দনপুর মধ্যপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে চালক আনোয়ার হোসেন (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রানীনগর উপজেলার কালীগ্রাম মরুপাড়া গ্রামের আসলাম আলী মন্ডলের জমিতে ধান কাটার কাজ করছিলেন শ্রমিকরা। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দুপুরে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। এতে শ্রমিক মঞ্জু হোসেন গুরুতর আহত হলে প্রথমে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আহত উজ্জল রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছন।

অপরদিকে দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ার হোসেন ট্রলিতে ইট বোঝাই করে পত্নীতলা বাজারে আসার পথে গোপীনগর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ট্রলি খাদে পড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আব্বাস আলী/আরএআর/পিআর

আরও পড়ুন