ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ক্রিকেট খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ২৭ এপ্রিল ২০১৮

দিনাজপুরের ফুলবাড়ীতে বজ্রপাতে শ্রী অনিল পাহান (২৬) নামে এক আদিবাসী যুবক নিহত হয়েছেন। নিহত শ্রী অনিল পাহান বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিণ সাহাবাজপুর পোড়া গ্রামের মোটা পাহানর ছেলে ।

এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে শুধু অজয় পাহান (১৩) নামে একজনের নাম পরিচয় জানা গেছে। তাকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা ১২টায় ফুলবাড়ী উপজেলা সংলগ্ন বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিণ সাহাবাজপুর গ্রামের একটি মাঠে একদল যুবক ক্রিকেট খেলার সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়।

ফুলবাড়ী থানা পুলিশের অফিসার্স ইনচার্জ নাসিম হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এমএএস/পিআর