ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২৮ এপ্রিল ২০১৮

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার জালিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত একজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- সদর উপজেলার চকগোপাল গ্রামের মৃত তারাবুদ্দিনের ছেলে আনারুল ইসলাম (৩২), চিরিরবন্দর উপজেলার আমতলী চকমুসা গ্রামের আলহাজ ওয়াদুত মিয়ার ছেলে আব্দুল হাই (৩৪) ও সদর উপজেলার দাইনুর গ্রামের রবিউল ইসলাম (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সদর উপজেলার জালিয়াপাড়া মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনারুল ইসলাম ও আব্দুল হাই মারা যান। এ সময় আহত অবস্থায় রবিউল ইসলামকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় রবিউল ইসলাম মারা যান। এ ঘটনায় আহত ইউনুস আলী (৫৫) চিকিৎসাধীন রয়েছেন।

দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/আরএআর/জেআইএম

আরও পড়ুন