ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় অস্ত্রসহ ২ যুবক আটক

প্রকাশিত: ০৮:৫৯ এএম, ২৯ জুলাই ২০১৫

পাবনার বেড়ায় একটি বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার হাটুরিয়া পূর্বপাড়া গ্রামের আবু বকর শেখের ছেলে রেজুয়ান হোসেন (৩৫) ও নতুন পেঁচাকোলা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে রবিউল ইসলাম (৩০)।

বেড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, উপজেলার তেঘরিয়া গ্রামে দুই পক্ষ আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় একটি বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ রেজুয়ান ও রবিউলকে আটক করা হয়। এ ঘটনায় আটকৃদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে বলেও জানান ওসি।

একে জামান/এসএস/পিআর