প্রতিবন্ধীরা দেশের গৌরব বাড়িয়েছে : সমাজকল্যাণমন্ত্রী
প্রতিবন্ধীদের নিয়ে কাউকে বাণিজ্য করতে দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।
তিনি বলেছেন, সাধারণ অলিম্পিকে আমরা গোল্ড মেডেল আনতে পারিনি। কিন্তু প্রতিবন্ধীদের অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছি। প্রতিবন্ধীরা দেশের গৌরব বাড়িয়েছে।
শনিবার দুপুরে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিনাপানি গ্রামের প্রতিবন্ধী বিদ্যালয় চত্বরে অভিভাবক সমাবেশ ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা দেশের বোঝা, কিংবা অভিশাপ নয়। সরকার যখন প্রতিবন্ধীদের ওপর গুরুত্ব দিচ্ছে তখন অসংখ্য প্রতিষ্ঠান চাকরি দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে প্রতিবন্ধীদের সঙ্গে প্রতারণা করছে। তাই প্রতিবন্ধীদের নিয়ে কাউকে বাণিজ্য করতে দেয়া হবে না।
কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মো. দেলোয়ার হোসেন মাতুব্বর ও ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর শাখার সভাপতি কমরেড আবুল হোসাইন প্রমুখ।
মো. আতিকুর রহমান/এএম/আরআইপি