এতিমখানায় ইউএনওর ছেলের জন্মদিন পালন
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার ইসরাত জাহান কেয়ার ছেলে সামিন ইয়াসার কল্পের জন্মদিন পালন করা হয়েছে এতিমখানায়।
শনিবার উপজেলার ফেকামারা এতিমখানায় ৪০ জন এতিমের সঙ্গে স্বামী ও ছেলেকে নিয়ে নিজ খরচে রান্না করে দুপুরের খাবার খেয়েছেন তারা।
ইউএনওর ছেলের জন্মদিনে এতিম ছেলেদের আদর ভালোবাসায় ভরিয়ে দেয়ার খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল ওয়াহাব আইন উদ্দিন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া এতে উপস্থিত ছিলেন- ফেকামারা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মইনুর রহমান মনির ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ প্রমুখ। সামিন ইয়াসার কল্প কটিয়াদী শাহীন ক্যাডেট একাডেমির নার্সারি ক্লাসের ছাত্র।
এএম/আরআইপি