দামুড়হুদায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট রেল স্টেশন গেটে ভুট্টাবোঝাই ট্রাকের ধাক্কায় লিটন মন্ডল (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন আলী উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের দলু মন্ডলের ছেলে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকচালক শহিদুল ইসলামকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে লিটন মন্ডল ভ্যান নিয়ে দর্শনা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রেল স্টেশন গেটে পৌঁছান। এ সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক লিটন নিহত হন।
দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।
সালাউদ্দিন কাজল/আরএআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ২ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৩ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ৪ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৫ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক