বগুড়ায় শিবিরের সেক্রেটারিসহ ২ নেতা গ্রেফতার
ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখা সেক্রেটারি সাব্বির শাহরিয়ার শুভ ও ছাত্রকল্যাণ সম্পাদক রশিদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার গভীর রাতে শহরের সুত্রাপুরের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের সুত্রাপুর এলাকার একটি বাসা থেকে দুই শিবির নেতাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ভাঙচুর, নাশকতার অভিযোগে কমপক্ষে ১৮টি মামলা রয়েছে।
লিমন বাসার/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ২ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৩ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৪ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৫ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন