দেয়াল চাপায় বৃদ্ধা ও শিশু নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী এলাকায় দেয়াল চাপায় বৃদ্ধা ও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। রোববার সকালে ঝড় ও অতিবৃষ্টির সময় ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে তাদের মৃত্যু ঘটে।
নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার বোয়ালী এলাকার দুকাই মালোর মেয়ে শুরিবালা (৬০) ও একই এলাকার মরন সরকারের দেড় বছরের মেয়ে মনষা সরকার।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার উপজেলার বোয়ালী এলাকার মরণ চন্দ্রের একটি ঘরের মাটির দেয়াল ভেঙে পড়ে। এসময় ঘরের ভেতরে থাকা মরন সরকার, তার স্ত্রী, তাদের দেড় বছরের মেয়ে মনষা সরকার ও প্রতিবেশী বৃদ্ধা শুরিবালা মাটির নিচে চাপা পড়ে।
খবর পেয়ে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করলেও শিশু মনষা ও বৃদ্ধা শুরিবালা মারা যান। পরে আহত মরণ চন্দ্র ও তার স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন জানান, দেয়াল চাপা পড়ে নিহত শিশু ও বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
আমিনুল ইসলাম/এমএএস/পিআর