ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে ঝড়-বৃষ্টিতে ভিজে প্রার্থীদের প্রচারণা

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২৯ এপ্রিল ২০১৮

বৈশাখের ঝড়ো হাওয়া ও কয়েক দফা প্রবল বর্ষণ উপেক্ষা করে রোববার গাজীপুরে বৃষ্টিতে ভিজে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। বিশেষ করে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম ও হাসান উদ্দিন সরকার সারাদিন ব্যস্ত সময় পার করেছেন।

তারা ঘরোয়া বৈঠক, কর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা শেষে বেলা ১১টার দিকে বের হয়ে যান নির্বাচনী প্রচার-প্রচারণায়। মেয়র প্রার্থীদের সঙ্গে তাল মিলিয়ে সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরাও প্রচারণা চালান ঝড়-বৃষ্টিতে।

গত ২/৩ দিন ধরে তাদের নির্বাচনী প্রচারণায় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। অবশ্য বৃষ্টি উপেক্ষা করেই চলছে তাদের বিরামহীন প্রচার-প্রচারণা। এক্ষেত্রে দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. জাহাঙ্গীর আলম এবং বিএনপির মো. হাসান উদ্দিন সরকারের দলীয় নেতা-কর্মীরাও সমর্থকদের প্রচার-প্রচারণা উৎসাহ ও অংশগ্রহণের কমতি নেই।

উভয় দলের কেন্দ্রীয় ও জেলা-উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরাও প্রচার-প্রচারণায় ব্যাপকভাবে অংশ নিচ্ছেন। নেতা-কর্মী যারা এতদিন কিছুটা হলেও পেছনে ছিলেন তারা ক্রমেই সামনে এগিয়ে এসে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

তাদের পদভারে নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠছে। বৃষ্টির কারণে কিছুটা ভাটা পড়লেও থেমে নেই প্রচার-প্রচারণা। উভয় দলের প্রার্থী যেখানেই যাচ্ছেন সেখানেই ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে। উৎসাহী ভোটাররা এগিয়ে আসছেন প্রার্থীদের সঙ্গে দেখা করতে।

আর প্রার্থীরাও হাসিমুখে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময়, করমর্দন, কোলাকুলি করে ভোট প্রার্থনা করছেন। কর্মীরাও তাদের হাতে লিফলেট ধরিয়ে দিচ্ছেন। রোববার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকের মাধ্যমে প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা চালানো হয়।

এদিকে, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম রোববার বিকেল সাড়ে ৪টায় হাড়িনাল বাজারে পথসভার মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে জোরপুকুরপাড়, রাজবাড়ি মোড়, মজিদ আকন উচ্চ বিদ্যালয় মাঠ, ডুয়েট, কলাবাজার, জয়দেপুর বাজার, লক্ষ্মীপুরা, জয়দেবপুর বাস টার্মিনাল, মারিয়ালি হয়ে শিববাড়ি মোড়ে পথসভার মাধ্যমে গণসংযোগ শেষ হয়। এর আগে মহানগরের ২৫, ২৬, ২৭ ও ২৮ নং ওয়ার্ডে গণসংযোগ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, সহ-সভাপতি ও গাজীপুর বারের জিপি অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. বাছির উদ্দিন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা ইউনুছ, ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার নূর, সাধারণ সম্পাদক শরিয়ত উল্লাহ ও শিক্ষক নেতা আক্তার হোসেন প্রমুখ।

পথসভায় জাহাঙ্গীর আলম বলেন, আমি বিশ্বাস করি আপনারা আমার হয়ে প্রতিটি পাড়া-মহল্লায় প্রতিবেশীদের ঘরে ঘরে নৌকা প্রতীকে ভোট চাইবেন। আপনারা প্রত্যেকে এক এক জাহাঙ্গীর আলম। গাজীপুরে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১৫ মে নৌকা প্রতীককে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দিতে চাই।

এদিকে, ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার রোববার সকালে টঙ্গী থানা বিএনপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে অংশ নেন। পরে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেনকে সঙ্গে নিয়ে নগরীর শিমুলতলী, হাড়িনাল ও ধীরাশ্রম, সামন্তপুর এলাকায় নির্বাচনী প্রচার কাজ চালান।

তার সঙ্গে ছিলেন- নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, সদস্য সচিব কাজী ছাইয়েদুল আলম বাবুল, মিডিয়া সেলের প্রধান কেন্দ্রীয় নেতা ডা. মাজহারল আলম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও পেশাজীবী নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন নগরীর মীরের বাজার এলাকায় প্রচারণার কাজ করেন। বিএনপি কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া নগরীর কাউলতিয়া ও সালনা এলাকায় প্রচারণা করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন- শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল, অধ্যক্ষ সেলিম মিয়া, পেশাজীবী গাজীপুর জেলার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, শিক্ষক নেতা জাভেদ হোসেন, পারভেজ চৌধুরী ও জাসাস নেত্রী আফরোজা আক্তার পারুল প্রমুখ।

মো. আমিনুল ইসলাম/এএম/পিআর

আরও পড়ুন