এ কেমন ভাই
ছবি-প্রতীকী
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের আদারাতোলা এলাকায় সৎ ভাই তার ১০ বছরের ছোট বোনকে ধর্ষণ করেছে। এ ঘটনায় ধর্ষককে আটক করেছে পুলিশ।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টির সময় ছোট বোনকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে সৎ ভাই মো. রুবেল (২৩)। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় বোনকে হাসপাতালে রেখে পালিয়ে যায় রুবেল।
শিশুটির মা জানান, প্রতিদিনের মতো দুপুর ২টায় কারখানার কাজ থেকে ফিরে শুনতে পাই মেয়ে ছাদ থেকে পড়ে গেছে। পরে মেয়ের মুখ থেকে জানতে পারি বড় ভাই রুবেল ওকে ধর্ষণ করেছে। সে বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, ঘটনা জানতে পেরে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। মামলার প্রস্তুতি চলছে। সৎ ভাই রুবেলকে আটক করা হয়েছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এমএএস/আরআইপি