ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পেঁপে চাষে নাছিরের ভাগ্য বদল

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৭:০৭ পিএম, ৩০ এপ্রিল ২০১৮

বর্গা জমিতে পেঁপেঁ বাগানের আবাদ করে স্বাবলম্বী হয়ে ওঠেছেন পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পোরগোলা গামের ভূমিহীন কৃষক নাছির হাওলাদার ওরফে হোসেন (৩৮)।

নিজের ফসলি জমি না থাকায় বর্গা জমি নিয়ে পেঁপেঁ, মাল্টা, কলা, কাকরোল, বাউকুল ও আমসহ বিভিন্ন ফলজ বৃক্ষের চাষ শুরু করেন হোসেন।

pirojpur-pic-papaya-(3)

২০০৯ সালে প্রতিবেশী এক জমির মালিকের কাছ থেকে ভূমিহীন কৃষক হোসেন ১০ বিঘা জমি বর্গা হিসেবে লিজ নেন। এর মধ্যে চার বিঘা জমিতে তিনি চাষ করেন পেঁপেঁর। মাত্র দেড় বছরের মধ্যে তার বাগানে পেঁপেঁ আসতে শুরু করে। বর্তমানে তার বাগানে পেঁপেঁর ফুল ও ফল আসতে শুরু করেছে। আবার আগে আসা গাছের পেঁপেঁ তিনি বিক্রিও শুরু করেছেন। এভাবেই সারা বছর চলতে থাকে হোসেনের ফলজ বাগানের কর্মযজ্ঞ।

pirojpur-pic-papaya-(4)

মাত্র কয়েক বছরের মধ্যেই হোসেনের বাগানের প্রাচুর্য দেখে গ্রামের শিক্ষিত বেকার যুবক ও কৃষকরা এগিয়ে আসতে শুরু করে। তাকে দেখে অনেকেই এখন পেঁপেঁ চাষে ঝুঁকছেন।

কদমতলা ইউনিয়ন পরিষদের ৯নম্বর ওয়ার্ড সাবেক আওয়ামী লীগ সভাপতি আ. হালিম সরদার বলেন, পোরগোলা গ্রামের কৃষকদের জন্য গড়ে তোলা হয়েছে একটি কৃষি ক্লাব। সেখানে কৃষকদের গ্রুপ মার্কেটিং থেকে ফসলের শ্রেণিবিন্যাস এবং মূল্য সংযোজনের মাধ্যমে তারা লাভবান হচ্ছেন।

pirojpur-pic-papaya

জেলার ভূমিহীন, দুস্থ ও স্বল্প জমির কৃষকদের ফলজ বাগান সৃজনের লক্ষ্যে সহজ শর্তে সরকারি ব্যাংক ঋণসহ সুযোগ-সুবিধা দিলে এসব কৃষক স্বাবলম্বী হবেন বলে মনে করছেন ভূমিহীন কৃষক নাছির হাওলাদার।

হাসান মুমুন/এএম/পিআর