ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গভীর রাতে প্রেমিকার ঘরে প্রেমিক, অতঃপর...

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৩:১৬ এএম, ০১ মে ২০১৮

গভীর রাতে প্রেমিকার ঘরে প্রেমিক। অতঃপর স্থানীয়দের হাতে আটক হয়ে পুলিশ হাজতে রাত্রিযাপন শেষে পুলিশ ফাঁড়িতেই বিয়ে। সোমবার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত রোববার মধ্যরাতে প্রেমিক জুবের আহমদ (২২) উপজেলার পতনঊষার ইউনিয়নের মাইজগাও গ্রামে তার প্রেমিকা পলি বেগমের (১৯) সাথে দেখা করতে যান। এ সময় স্থানীয়রা তাকে আটক করে। স্থানীয় লোকজন তাদের জ্ঞিাসাবাদ করে প্রণয়ের কথা নিশ্চিত হয়ে অপ্রীতিকর অবস্থা এড়াতে স্থানীয় মেম্বারের নেতৃত্বে প্রেমিক যুগলকে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

রাতভর পুলিশ ফাঁড়িতে তাদের রাখা হয়। পরদিন সোমবার প্রেমিক যুগলকে এখানেই বিয়ে দেয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, তিন বছরের বেশি সময় ধরে তাদের প্রেম চলে আসছিল।

প্রেমিক যুগলরা হলেন পতনঊষার ইউনিয়নের গোপীনগর গ্রামের মো. কাশেম আলীর ছেলে সিএনজিচালক জুবের আহমদ ও একই ইউনিয়নের মাইজগাঁও গ্রামের আফরোজ মিয়া ওরপে ময়না মিয়ার মেয়ে পলি বেগম।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরূপ কুমার চৌধুরী জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, তাদের উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে জেনে তাদের বিয়ে দিতে চাইলে তারা তাতে সম্মত হয়। উভয় পরিবারের সম্মতিক্রমে পাঁচ লাখ টাকা মোহরানা সাব্যস্ত করে কাজী ডেকে সোমবার বিকেলে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে তাদের বিয়ে পড়িয়ে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে উভয়পক্ষের মধ্যে মিষ্টি মুখ করানো হয়।

রিপন দে/বিএ

আরও পড়ুন