ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পেঁয়াজের বস্তায় অস্ত্র-গুলি, ব্যবসায়ী অাটক

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০২:৩০ পিএম, ০২ মে ২০১৮

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে পেঁয়াজের বস্তায় করে অস্ত্র ও গুলি নিয়ে যাওয়ার সময় নিরা কামার নামে এক অস্ত্র ব্যবসায়ীকে অাটক করেছে ডিবি পুলিশ। এ সময় পুলিশ পেঁয়াজের বস্তা থেকে দুইটি ওয়ান শুটার গান ও দুই রাইন্ড কার্তুজ উদ্ধার করে।

বুধবার দুপুরে উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর খেয়া ঘাট এলাকা থেকে তাকে অাটক করা হয়। অস্ত্র ব্যবসায়ী নিরা কামার ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার তেতুল বাড়িয়া গ্রামের পঞ্চানন্দ মন্ডলের ছেলে।

রাজবাড়ীর ডিবি পুলিশের ওসি মো. কামাল হোসেন ভুইয়া জানান, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খানের নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার সোনাকান্দর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

রুবেলুর রহমান/এফএ/আরআইপি

আরও পড়ুন