ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাইক্ষ্যংছড়ি আ.লীগের সভাপতি শফিউল্লাহ সম্পাদক ইমরান

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৯:২০ পিএম, ০২ মে ২০১৮

বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শফিউল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ইমরান।

বুধবার দুপুরে উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্যাশৈহ্লা মার্মা।

দলীয় কার্যালয় সূত্র জানায়, দীর্ঘ ৮ বছর পর ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ। উপজেলার ৫ ইউনিয়ন ও উপজেলা কমিটির ১৮১ জন কাউন্সিলর গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট প্রদান করেন।

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ছাতা প্রতীকে ১৫১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক শফিউল্লাহ ও প্রজাপতি প্রতীকে ১৫৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ইমরান।

অন্যদিকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের তারেক রহমান পেয়েছেন ২৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে চশমা প্রতীকের ডা. সিরাজুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট।

সম্মেলনের প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর পরিচালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন- কমিটির আহ্বায়ক ক্যাউচিং চাক।

সৈকত দাশ/এএম/এমএস

আরও পড়ুন