ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ১০:০২ পিএম, ০২ মে ২০১৮

সাতক্ষীরায় বুধবার বিকেলের কালবৈশাখী ঝড় ও ভারি বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নিম্নাঞ্চলের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। ফসলি জমিতেও জমেছে হাঁটু পানি। কালবৈশাখীর কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন আম চাষিসহ মৌসুমি ফল চাষিরাও।

সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া গ্রামের কৃষক ওবায়দুর রহমান বলেন, মাঠে ৩ বিঘা জমির ধান কাটা রয়েছে। বৃষ্টিতে জমিতে হাঁটু পানি জমে গেছে। অনেক ক্ষতি হয়ে গেল। ধান বিক্রি করে লাভ হবে ভেবেছিলাম কিন্তু ধানগুলো এখনও বাড়িতে নিয়ে আসতে পারলাম না।

satkhira3

আমচাষি শাহপুর গ্রামের বাবলুর রহমান জানান, বুধবার বিকেলের আকস্মিক ঝড়ে গাছের আম অর্ধেকের বেশি পড়ে গেছে।

আবহাওয়া অফিস জানায়, খুলনাসহ আশপাশের এলাকায় আরও পাঁচদিন এমন ঝড়-বৃষ্টি হতে পারে। এসব এলাকায় কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি হতে পারে। সেই সঙ্গে বজ্রসহ ভারি বৃষ্টিও হতে পারে।

satkhira3

কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাতক্ষীরা খামারবাড়ির উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান জাগো নিউজকে বলেন, বিকেলের হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা এখনও তাদের জমির ধান সব ঘরে তুলতে পারেননি। তবে ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম

আরও পড়ুন