ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাস খাদে পড়ে হেলপার নিহত

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৩ মে ২০১৮

সিরাজগঞ্জ সদর উপজেলার কোনাগাঁতী ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, এনায়েতপুর থেকে সিরাজগঞ্জগামী সিয়াম-শিফাদ পরিহবণের একটি যাত্রীবাহী বাস কোনাগাঁতীতে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের হেলপারসহ অন্তত ১০ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে হেলপার মারা যান। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

ইউসুফ দেওয়ান রাজু/আরএ/জেআইএম

আরও পড়ুন