বিনামূল্যে চিকিৎসা পেল ২ হাজার রোগী
লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদে ডা. আবদুল হাই ফাউন্ডেশনের আয়োজনে এ সেবা দেয়া হয়।
বিভিন্ন রোগে অভিজ্ঞ ১৫ জন ডাক্তার এ চিকিৎসা সেবা দেন। এ সময় রোগীদের মাঝে প্রায় পাঁচ লাখ টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ছালেহ্ মিন্টু ফরায়েজীর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন এসেনশিয়াল ড্রাগস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহ্সানুল কবির জগলুল।
এ সময় রায়পুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ মোল্লা, জেলা পরিষদের সদস্য মনজুর হোসেন সুমন, যুবলীগ নেতা অ্যাডভোকেট ইউসুফ আজম সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ, সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি প্রমুখ উপিস্থত ছিলেন।
ডা. এহ্সানুল কবির জগলুল জানান, রায়পুরের পাঁচটি ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে এ সেবা প্রদান করা হবে।
কাজল কায়েস/আরএআর/জেআইএম