এইচএসসির গণিত প্রশ্নে ভুল
চলমান উচ্চমাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) উচ্চতর গণিত প্রশ্নে ভুল পাওয়া গেছে। ভুলভাবে প্রশ্নপত্র ছাপায় ভৈরবের তিনটি পরীক্ষা কেন্দ্রের প্রায় সাড়ে ৪০০ ছাত্র-ছাত্রী বিপাকে পড়েছে।
বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার বিজ্ঞান শাখার উচ্চতর গণিত দ্বিতীয়পত্রের বোর্ড প্রদত্ত প্রশ্নপত্রে কিছুটা অস্পষ্টতা দেখা যায়।
ভুলভাবে প্রশ্নপত্র ছাপার কারণে ৩ নম্বর প্রশ্নের দৃশ্যকল্প-১ এ ‘প্লাস’ চিহ্নের পরিবর্তে মাইনাস চিহ্ন এবং ৪ নম্বর প্রশ্নের দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ অনুরূপভাবে ‘প্লাস’ চিহ্নের পরিবর্তে মাইনাস চিহ্ন ছাপা হয়।
পরীক্ষা কেন্দ্রে অনেক শিক্ষার্থী ভুল প্রশ্ন বুঝতে না পেরে উত্তরপত্রে ভুল উত্তর দিয়ে দেয়। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে শিক্ষার্থীরা জানতে পারে প্রশ্নপত্রটি ভুল ছিল।
বিষয়টি নিশ্চিত হয়ে শিক্ষার্থীরা কলেজের শিক্ষকদের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে। পরে বোর্ডকে ঘটনাটি অবহিত করা হলে পরীক্ষা কন্ট্রোলার বলেছেন বিষয়টি তারা বিবেচনা করবেন।
ভৈরবে দুটি কেন্দ্রে প্রায় সাড়ে ৪০০ শিক্ষার্থী বৃহস্পতিবার সকালে উচ্চতর গণিত পরীক্ষা দিয়েছে বলে জানা যায়। কেন্দ্রগুলো হলো- ভৈরব হাজী আসমত কলেজ, রফিকুল ইসলাম মহিলা কলেজ ও জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজ।
এ ব্যাপারে হাজী আসমত কলেজের প্রভাষক মো. সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বোর্ড কর্তৃপক্ষ প্রশ্নপত্র ছাপার সময় হয়তো এটি ভুলটি হয়েছে। ভবিষ্যতে কর্তৃপক্ষ প্রশ্ন ছাপার সময় আরও সতর্ক হওয়া উচিত।
ঢাকা বোর্ডের পরীক্ষা কন্ট্রোলার তপন কুমার সরকার বলেন, প্রশ্নপত্রে যদি এমন ভুল হয়ে থাকে বিষয়টি আমরা দেখবো। এ ব্যাপারে শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।
আসাদুজ্জামান ফারুক/এএম/পিআর