ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রামগঞ্জে সরকারি জমিতে রাতারাতি মার্কেট

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ০৩ মে ২০১৮

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁওর পানিয়ালা বাজারে সরকারি জমি দখল করে সেমিপাকা মার্কেট নির্মাণ করা হয়েছে। রাজনৈতিক মদদে রাতারাতি তিনটি দোকান নির্মাণ করা হয়। এ নিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বাজারের ব্যবসায়ীরা ক্ষুব্ধ।

এদিকে, সরকারি জমি দখলমুক্ত করার দাবিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ওই বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলাম লিখিত অভিযোগ করেছেন। ইউএনও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সূত্র ও ব্যবসায়ীরা জানিয়েছে, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পানিয়ালা বাজারে প্রায় তিনশ ছোট-বড় ব্যবসা-প্রতিষ্ঠান রয়েছে। বাজারের পূর্ব গলির মন্দিরের পাশে প্রায় ২০ লাখ টাকা মূল্যের দুই শতাংশ সরকারি জমি রয়েছে। পরিবহনের সুবিধার্থে উন্মুক্ত ওই স্থানে ব্যবসায়ীরা মালামাল উঠানো ও নামানোর কাজ করতো। জমিটি সদ্য বিলুপ্ত পানিয়ালা বাজার পরিচালনা কমিটির সভাপতি শেখ সুমন, ডেরনদী গ্রামের সৈকত রিয়াজ ও কোমরতলা গ্রামের সুমন হাওলাদারের কুনজরে পড়ে।

মঙ্গলবার শবে বরাতের রাতে ইট-বালুসহ নির্মাণ সামগ্রী এনে জমির ওপর মার্কেট নির্মাণ শুরু করে। ১৫-২০ জন শ্রমিক নিয়ে তারা রাতারাতি টিনসেট মাকের্টের জন্য তিনটি দোকান নির্মাণ করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবারও কয়েকজন শ্রমিককে সেখানে কাজ করতে দেখা গেছে।

বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলাম ও দেলোয়ার হোসেন বলেন, বহিরাগত লোকেরা সরকারি জমি দখল করে রাতারাতি মার্কেট করেছেন। তাদের হাতে নাজেহাল হওয়ার আশঙ্কায় কেউ মুখ খুলতে পারছে না। জমিটি অবৈধ দখলমুক্ত করতে আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

দখলদার সুমন হাওলাদার ও সৈকত রিয়াজ জমিটি তারা লিজ নিয়েছেন দাবি করে বলেন, সেখানে তিনটি দোকান-ঘর নির্মান করা হয়েছে। কিছু লোক তাদেরকে হয়রানি করছেন।

কার কাছ থেকে লিজ নেয়া হয়েছে জানতে চাইলে তারা বলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহানের সহযোগিতাই দোকান করা হচ্ছে। তিনিই সব বলতে পারবেন।

নোয়াগাঁও ইউনিয়নের তহশিলদার কাজী মো. সাহাব উদ্দিন বলেন, সরকারি জমি দখলের বিষয়টি শুনেছি। এর আগেও সেই জমির ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. আবু ইউছুফ বলেন, অবৈধ দখলের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেয়া হয়েছে।

কাজল কায়েস/এএম/জেআইএম

আরও পড়ুন