ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০৫ মে ২০১৮

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বসতঘরের পাশে বৃষ্টির পানিবর্তী একটি গর্তে ডুবে ইশরাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইশরাত একই গ্রামের ইকবাল হোসেন মিন্টুর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ইশরাত ঘরে একা খেলছিল। কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

একপর্যায়ে ঘরের পাশে জমে থাকা বৃষ্টির পানিবর্তী প্রায় ৫ ফুট গভীর একটি গর্তে তাকে ভাসতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ঝন্টু দাস বলেন, হাসপাতালে আনার আগেই ইশরাতের মৃত্যু হয়েছে।

কাজল কায়েস/এএম/আরআইপি

আরও পড়ুন