বাবা ফিরে কি আসা যায় না?
সন্ত্রাসীদের গুলিতে নিহত রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমার একমাত্র মেয়ে শ্রেয়া চাকমা। বর্তমানে তিনি রাঙ্গামাটি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী। বাবার ইচ্ছে ছিল একমাত্র মেয়েকে ডাক্তার বানাবেন। মেয়েরও ইচ্ছে তিনি ডাক্তার হয়ে বাবার স্বপ্ন পূরণ করবেন। তবে অসময়ে বাবাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শ্রেয়া চাকমা।
শনিবার শ্রেয়া চাকমার সঙ্গে এই প্রতিবেদকের মুঠোফোনে কথা হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আসলে এটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই। যেটা যাওয়ার ছিল সেটা চলে গেছে। তিনি (বাবা) চলে গেছেন। এ নিয়ে কথা বলে লাভ হবে না।
শ্রেয়া চাকমা বলেন, বাবার ইচ্ছে ছিল আমাকে ডাক্তার বানাবেন। আমারও ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার।
বাবা শক্তিমান চাকমার হত্যাকারীদের বিচার ও মামলা প্রসঙ্গে তিনি বলেন, বিচার কি চাইবো? আর মামলা নিয়ে আমি কিছু জানি না।

সকালে শ্রেয়া চাকমা তার ফেসবুকে বাবা শক্তিমান চাকমার সঙ্গে ছোট্টবেলার জন্মদিন পালনের ছবি দিয়ে লিখেছেন, ‘বাবা ফিরে কি আসা যায় না????’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলার চেয়ারম্যান ও জেএসএস’র (এমএন লারমা) সহ-সভাপতি শক্তিমান চাকমাকে নানিয়ারচর উপজেলা পরিষদের সামনে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
আরএআর/আরআইপি