হাজীগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
ছবি-ফাইল
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- মাহমুদা আক্তার (৮) ও মো. কাউছার হোসেন (৯)। তারা প্রধানিয়া বাড়ির মো. ইউসুফ হোসেনের সন্তান।
দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মুরাদ হোসেন জাগো নিউজকে জানান, দুপুরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে ছোট বোন মাহমুদা পড়ে গেলে তাকে উঠাতে গিয়ে কাউছারও পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাদেরকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে বিকেল সোয়া ৫টার দিকে বাড়ির পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন। পরে ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইকরাম চৌধুরী/আরএআর/জেআইএম