স্পিড ব্রেকারের দাবিতে বিক্ষোভ
ঝিনাইদহ সদর উপজেলার কুষ্টিয়া-খুলনা মহাসড়কের লাউদিয়া নামক স্থানে পরপর ৩ দিন একই স্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ওই স্থানে স্পিড ব্রেকারের দাবি তুলে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
শনিবার লাউদিয়া হাইস্কুলের সামনে তারা এ বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেন। পরে ঝিনাইদহ সদর থানার ওসি মো. ইমদাদুল হক শেখের প্রতিশ্রুতিতে এলাকাবাসী বিক্ষোভ প্রত্যাহার করেন।
প্রসঙ্গত, গত ০৩ মে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় এক শিশুসহ ছয় জন, আহত হয় দুই জন। গত ০৪ মে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় দুই জন এবং একই স্থানে শনিবার বিকেলে ঢাকা থেকে দর্শনাগামী রয়েল পরিবহনের সঙ্গে ট্রলির সংঘর্ষে পাঁচজন আহত হন।
আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ২ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৩ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৪ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৫ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা