ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাহাড়ে ৬ হত্যা : ৭২ ঘণ্টাতেও মামলা-গ্রেফতার নেই

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০১:০০ পিএম, ০৬ মে ২০১৮

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যানসহ ৬ জনকে হত্যার ঘটনার ৭২ ঘণ্টা পার হলেও এখনও মামলা হয়নি এমনকি কাউকে গ্রেফতার করতে পারিনি পুলিশ।

মামলা প্রসঙ্গে কথা বলতে চাইলে তপন জ্যোতি চাকমার পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করা যায়নি। আর নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) সহ-সভাপতি অ্যাডভোকেট শক্তিমান চাকমার একমাত্র মেয়ে শ্রেয়া চাকমা এ বিষয়ে কোনো কথা বলতে চাননি।

এদিকে রাঙ্গামাটি পুলিশ সুপার মো. আলমগীর কবীর জানান, পাহাড়ি দুই আঞ্চলিক দলের এই শীর্ষস্থানীয় দুই নেতাসহ ছয়জনের মৃত্যুতে এখনও পর্যন্ত কোনো মামলা তাদের পরিবার কিংবা দলের পক্ষ থেকে করা হয়নি। তবে মামলা পরিক্রিয়াধীন রয়েছে।

এছাড়া শনিবার রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ঘটনাস্থল পরিদর্শনে এসে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান জানান, পাহাড়ের জনসাধারণকে যারা শান্তিতে থাকতে দিচ্ছে না, আমরাও তাদেরকে শান্তিতে থাকতে দিব না। ইতোমধ্যে তদন্ত অনেক দূর এগিয়ে গেছে। এদেরকে আমরা স্বমূলে উৎখাত না করা পর্যন্ত এবং গ্রেফতার ও শাস্তি না দেওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাব।

অপরদিকে নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) সহ-সভাপতি অ্যাডভোকেট শক্তিমান চাকমা এবং ইউপিডিএফের (গণতান্ত্রিক) আহ্বায়ক তপন জ্যোতি চাকমাসহ ছয়জনকে হত্যার অভিযোগে ইউপিডিএফকে (প্রসিত) দায়ী করছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) শীর্ষ নেতা সুদর্শন চাকমা ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) মিডিয়া উইংয়ের দায়িত্বে থাকা লিটন চাকমা।

তবে এই দুই দলের অভিযোগ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য উদ্দেশ্যপ্রণদিত বলে মন্তব্য করেছেন ইউপিডিএফের (প্রসিত) অন্যতম সংগঠক মাইকেল চাকমা।

এফএ/এমএস

আরও পড়ুন