ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১২০০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫০০

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ০৬ মে ২০১৮

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় বান্দরবানের লামা উপজেলায়ও ১ হাজার ১৭১ জনের মধ্যে ৬৬৭ জন পাস করেছে। অকৃতকার্য হয়েছে ৫০৩ জন। রোববার দুপুরে প্রকাশিত ফলাফল থেকে এ সব তথ্য জানা যায়।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে মোট ১,০২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে ৫৩৩ জন পাস করে, বাকি ৪৯০ জন ফেল করেছে। অপরদিকে, ৪টি মাদরসার ১৪৮ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ১৩৪ পাস করে, বাকি ১৩ জন ফেল করে। জিপিএ-৫ পেয়েছে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ জন, চাম্বি উচ্চ বিদ্যালয়ের ৩ জন ও কোয়ান্টাম কসমো স্কুলে ৬ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূইয়া বলেন, এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পাসের হার ৭৫.৫০ ভাগ। তারই প্রভাব পড়েছে লামা উপজেলায়। তবে তিনি প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব, বিদ্যালয়গুলোতে অব্যবস্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্রসহ নানান সমস্যা ও শিক্ষক সংকটকে ফলাফল বিপর্যয়ের জন্য দায়ী করেন তিনি।

সৈকত দাশ/আরএ/আরআইপি

আরও পড়ুন