ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জে ৪ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ বৃদ্ধের

কালীগঞ্জ (গাজীপুর) | প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৭ মে ২০১৮

গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের ৪ দিন অতিবাহিত হলেও বৃদ্ধ মো. হাইজ উদ্দিন ওরফে হাজু মিয়ার সন্ধান মেলেনি। নিখোঁজ হাজু মিয়া কালীগঞ্জ পৌর এলাকার চৌড়া নয়াবাড়ি গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে থানা পুলিশের সহযোগিতা চেয়ে সোমবার বিকেলে একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের ছেলে মো. শফিকুল ইসলাম। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ডিউটি অফিসার মো. শরীফুল ইসলাম।

নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, গত ৪ মে বিকেলে বাড়ি থেকে না বলে বেরিয়ে যায় হাজু মিয়া। নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করলেও এখনও সন্ধান মিলেনি তার। এ ব্যাপারে নিখোঁজের ৪ দিন পর পরিবারের পক্ষে বৃদ্ধের ছেলে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

আব্দুর রহমান আরমান/এএম/এমএস

আরও পড়ুন