ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৫:৩১ পিএম, ০৮ মে ২০১৮

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও তার তিন বছরের শিশু সন্তানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সরারচর ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কামালপুর গ্রামের আবুল কালামের স্ত্রী আয়শা আক্তার (৩০) ও তার তিন বছরের শিশু সন্তান ইয়াসিন মিয়া।

বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মজুমদার জানান, দুপুরে বাড়ির পাশে বিদ্যুতের মূল সঞ্চালন লাইনের সঙ্গে সংযুক্ত তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান আয়শা ও তার সন্তান।

নূর মোহাম্মদ/এএম/পিআর

আরও পড়ুন