বাগবিতণ্ডায় ধরা খেলেন শাশুড়ি ও পুত্রবধূ
ফরিদপুরে জাল টাকাসহ একই পরিবারের গৃহবধূ ও শাশুড়িকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে শহরের মুজিব সড়কে অবস্থিত সমরিতা হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আনছার কাজী ডাঙ্গি এলাকার ফজলুল হক ব্যাপারির স্ত্রী মমতাজ বেগম (৫০) এবং অপরজন তাদের সন্তান সাইদুর রহমান ব্যাপারীর স্ত্রী কাকলী বেগম (৩৫)।
জানা গেছে, মমতাজ বেগম, তার পুত্রবধূ কাকলী বেগম ও তাদের (আত্মীয়) এক নারী শহরের সমরিতা হাসপাতালে রোগী দেখতে আসেন। রোগী দেখে বের হওয়ার সময় হাসপাতালের সামনে এক দোকানদারকে তাদের কাছে থাকা জাল টাকা দিলে দোকানদারের সঙ্গে টাকা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয় ওই তিন নারীর। বাকবিতণ্ডার একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ওই নারী (আত্মীয়) তার কাছে থাকা জাল টাকার ব্যাগ ফেলে পালিয়ে যায়। এ সময় মমতাজ বেগম ও তার পুত্রবধূ কাকলী বেগমকে স্থানীয় জনতা জাল টাকার ব্যাগসহ আটক করে কোতয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে।
ফরিদপুর কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাছিম বলেন, মঙ্গলবার দুপুরে স্থানীয়দের সহায়তায় মমতাজ ও কাকলী বেগমকে আটক করা হয়। তাদের কাছে থাকা ব্যাগে এক হাজার টাকার ২৭টি জাল নোট এবং ৫শ’ টাকার ১০টি জাল নোট পাওয়া যায়।
তিনি আরও জানান, তাদের সঙ্গে থাকা অপর এক নারী পালিয়ে যায়। ওই নারীকে আটক করতে অভিযান চালানো হচ্ছে। ওই নারীকে আটকের স্বার্থে তার নাম প্রকাশ করা হচ্ছে না। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এমএএস/এমএস