‘আমার ছেলেটাকে দেখে রেখো মা’
মুন্সীগঞ্জের সিরাজদিখানের ধলেশ্বরী নদী থেকে নুরুন্নাহার মিমি (৩২) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
গত ৬ মে সকাল সাড়ে ১০টার দিকে মিমি তার মায়ের মোবাইল ফোনে শেষ মেসেজ পাঠিয়েছিলেন। মেসেজে মিমি লিখেছেন, ‘মা আমি আত্মহত্যা করতে যাচ্ছি। আমার আড়াই বছরের ছেলে মোসাদকে দেখে রেখো মা। ’
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দী মাদরাসা এলাকায় পাওয়া মিমির মরদেহটি শনাক্ত করেছেন তার বাবা মো. সামসুল করিম মজুমদার।
তিনি বলেন, প্রায় আট বছর আগে প্রেম করে নুরুন্নাহার মিমি ঢাকা মিরপুর ১৩ এলাকার আব্দুল হান্নান বেপারির ছেলে কাঠ ব্যবসায়ী মহিমুল ইসলাম শাহীনকে পালিয়ে বিয়ে করে। তাদের একটি পুত্র সন্তান রয়েছে।
তার স্বামীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছে জানিয়ে মিমির বাবা বলেন, গত ৬ মে ঢাকা মুগদা ৫১/১/ বাসা থেকে সকাল ৭টায় মতিঝিল আলীকো ইন্স্যুরেন্স অফিসে যাওয়ার নাম করে বের হয় মিমি।
সকাল সাড়ে ১০টার দিকে তার মায়ের কাছে একটি মোবাইল থেকে মেসেজ পাঠায় সে আত্মহত্যা করতে যাচ্ছে। তার আড়াই বছরের ছেলে মোসাদকে দেখে রাখতে বলে। এরপর আর যোগাযোগ হয়নি। মঙ্গলবার তার মরদেহ দেখলাম।
বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানা পুলিশের ওসি মো. আবুল কালাম জানান, মিমির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এএম/জেআইএম